জেলা

ধূপগুড়িতে বনদপ্তরের খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ

শুক্রবার সকালে ধূপগুড়ি ব্লকের লক্ষ্মীপাড়া চা-বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা ইতিমধ্যেই ওই চিতাবাঘটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর গরুমারা জঙ্গলে ছেড়ে দিয়েছেন। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই চিতাবাঘটি চা-বাগান সংলগ্ন শ্রমিক লাইনে উৎপাত করছিল। এরপরই চিতাবাঘটিকে ধরতে গত সপ্তাহে চা-গানের ১৪ নং সেকশনে খাচা পেতে রাখা হয়। এরপর আজ সকালে চিতাবাঘটি খাঁচায় ধরা পড়ে। বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার অর্ঘ্যদ্বীপ রায় জানিয়েছেন, উদ্ধার হওয়া চিতাবাঘটি পূর্ণবয়স্ক। এদিনই তাকে গরুমারা জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়েছে।