মাথায় পিচবোর্ড নিয়ে বসে পরীক্ষার্থীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। আসলে নকল রুখতেই অভিনব এই উদ্যোগ নিয়েছে কর্নাটকের ভগত প্রি-ইউনিভার্সিটি কলেজে। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের। জানা গিয়েছে, নকল রুখতে পরীক্ষার্থীদের মাথায় পরিয়ে দেওয়া হয় একটি করে পিচবোর্ডের বাক্স। যাতে তাঁরা লিখতে পারেন সেজন্য সামনের দিকটা খোলা রাখা হয়েছিল। কিন্তু পাশের কারোর লেখা দেখতে না পারেন এবং নকল করতে না পারেন সেকারণেই বাকি দিকগুলো ছিল বন্ধ। এরপরই কলেজ কর্তৃপক্ষকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। অনেকেই অমানবিক আচরনের অভিযোগ করেছেন। কর্নাটকের হাভেরির ভগত প্রি-ইউনিভার্সিটি কলেজের পরীক্ষার্থীদের এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কলেজেরই এক প্রশাসনিক কর্মী।