দেশ

নজির গড়ল কেরল, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৩ জনই সুস্থ হয়ে উঠেছেন

করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছিল গোটা বিশ্ব। শুধু চিন নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিটি দেশেই জারি হয়েছিল সতর্কবার্তা। প্রতিবেশী দেশ হওয়ায় ভারতবাসীর মনেও চিন্তা কম ছিল না। সেই আশঙ্কাকে বাড়িয়ে ইতিমধ্যে কেরলের তিনজন এই রোগে আক্রান্তও হয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত তিনজনই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। অর্থাত্‍ দেশে আর করোনা ভাইরাসে আক্রান্ত কেউ রইলেন না। আর একথা জানিয়েছেন খোদ কেরলের অর্থমন্ত্রী থমাস আইজ্যাক। শুক্রবার টুইট করে আইজ্যাক লেখেন, ‘‌নিপা ভাইরাসের মতোই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধেও জিতে গেল কেরল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের চিহ্নিত করোনা ভাইরাস আক্রান্ত তিনজনই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।’ করোনা ভাইরাসের কথা প্রকাশ্যে আসতেই গোটা দেশে সতর্কতা জারি হয়েছিল। চীনে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। চীন ফেরত ভারতীয়রা কেউ করোনা ভাইরাসে আক্রান্ত কি না, তাও পরীক্ষা করা হচ্ছিল। এমনকি উহানে আটকে পড়া ভারতীয়দের এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে ফেরানোয় হয়েছে। তা সত্ত্বেও তিনজন আক্রান্তের খোঁজ মিলেছিল। অবশেষে তাঁরা যে বিপদ মুক্ত তা জানিয়ে দিলেন কেরলের অর্থমন্ত্রী।