মালদা

নদীর জলে ডুবে মৃত্যুর ১৬ ঘণ্টা পর উদ্ধার ছাত্রীর মৃতদেহ

হক জাফর ইমাম, মালদাঃ নদীর জলে ডুবে মৃত্যুর ১৬ ঘন্টা পর উদ্ধার হল এক স্কুল ছাত্রীর দেহ। জানা যায় রবিবার বিকাল ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার ও কালিয়াচক ২ ব্লকের সীমান্তবর্তী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন চার কিশোর-কিশোরী নদীর তীরে ঘাস সংগ্রহ করতে গিয়েছিল। সাট্টারি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী নাজিদা পারভিন (১৫) ঘাস কাটতে গিয়ে হঠাতই পা পিছলে জলে পড়ে যায় সে। মুহূর্তেই নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় ওই ছাত্রী। তার বাড়ি ইংরেজবাজার থানার সাট্টারির মোমিনপাড়া গ্রামে। তার বাবা আলিম মোমিন শ্রমিকের কাজ করেন। ঘটনার ঘবর পেয়ে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। গতকাল রাত ১২ টা পর্যন্ত খোজ চালিয়ে সন্ধান মিলেনি ওই কিশোরীর। আজ সকালে ফের খোঁজ শুরু করা হয় সকাল ৯ টা নাগাদ । নদী পক্ষ থেকে উদ্ধার হয় ওই কিশোরীর মৃতদেহ। মৃতদেহ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠানো। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।