কলকাতা

নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ইটের ঘায়ে দৃষ্টিশক্তি হারাতে পারেন কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী

নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছোড়া ইট এসে লেগেছিল কলকাতা পুলিশের ইস্ট ডিভিসানের সাইবার সেল সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। হাসপাতালে নিয়ে গিয়েও বিপদ আটকানো গেল না। চিরদিনের মতো বাঁ চোখের দৃষ্টি হারাতে পারেন তিনি। কলকাতা পুলিশের ওই সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী পূর্ব বিভাগের সাইবার সেলের ইনচার্জ হিসাবে কর্মরত । গতকাল, মঙ্গলবার ছাত্রসমাজের ডাকা নবান্ন অভিযানের সময় মিছিল থেকে উড়ে আসা ইটের আঘাত লেগেছিল বাঁ চোখে। গুরুতর আহত অবস্থায় তাঁকে শঙ্কর নেত্রালয়ে নিয়ে যাওয়া হয়। সেই বাঁ চোখেই অস্ত্রোপচার হয়। চার ঘণ্টা অস্ত্রোপচারের পর আপাতত তিনি স্থিতিশীল। খানিকটা দৃষ্টিশক্তি হারিয়েছেন। চিকিৎসকরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে ওই চোখে পুরোপুরি দৃষ্টি হারাতে পারেন দেবাশিস। এদিকে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমাদের অফিসারদের রক্ত ঝড়েছে, তা সত্ত্বেও তাঁরা সংযত থেকেছেন।”