বৃহস্পতিবার নবান্ন যাওয়ার পথে কলকাতার নিউ হরাইজন স্কুলে ঢুঁ মেরে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করে তাদের মনোবল বাড়ালেন মুখ্যমন্ত্রী। কথা বললেন পরীক্ষার্থীদের সঙ্গে। পরীক্ষার হলে ঢোকার আগে মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে আপ্লুত পড়ুয়ারা। চোখের সামনে মুখ্যমন্ত্রীকে দেখে অবাক হয়ে যায় পরীক্ষার্থীরা। শুরু হয়ে যায় প্রণামের জন্য হুড়োহুড়ি। বহু ছাত্রছাত্রী এগিয়ে আসেন মুখ্যমন্ত্রীর দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে তারা। মুখ্যমন্ত্রীও আশীর্বাদ করেন প্রত্যেককে। পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পড়ুয়াদের অভিভাবকেরা।


