জেলা

নভেম্বর থেকে বেতন বন্ধ ভাটপাড়া পুরসভার অস্থায়ী কর্মীদের,প্রতিবাদে বিক্ষোভ

বারাকপুর: দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় ফের নতুন করে বিক্ষোভে শামিল হলেন উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার কর্মীরা। যার জেরে পুরসভার গেট আটকে অস্থায়ী সাফাই কর্মী অবস্থানে নেমেছেন। পুরোপুরি বন্ধ পুর পরিষেবা। বৃহস্পতিবারও এনিয়ে পুরপ্রধানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এখনও কর্মীদের বেতনের টাকা এসে না পৌঁছনোয় তা দেওয়া সম্ভব হয়নি।৫ মাসের বেতন বকেয়া। তার প্রতিবাদে সেই নভেম্বরের গোড়া থেকেই কর্মবিরতিতে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা। পুর পরিষেবা একেবারে বন্ধ। যার জেরে ভাটপাড়া পুর এলাকায় জঞ্জালের স্তূপ বেড়েই চলেছে। পরিস্থিতি দেখে মাথায় হাত এলাকাবাসীর। এবিষয়ে ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধান সোমনাথ তালুকদার বলেন, ‘রাজ্যের ২৭টি পুরসভায় পুর ও নগরোন্নয়ন বিভাগের তরফে টাকা পৌঁছে গেলেও, বিজেপি পরিচালিত হওয়ায় ভাটপাড়ায় সেই টাকা এখনও পৌঁছায়নি। ফলে কর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না।’ এপ্রসঙ্গে পুরপ্রধান সৌরভ সিংয়ের অভিযোগ, বিজেপি পরিচালিত পুরসভায় বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে রাজ্য সরকারের পুর বিভাগের তরফে।কিন্তু যে পুরসভায় নভেম্বর থেকেই বেতন আটকে রয়েছে অস্থায়ী কর্মীদের, সেখানে বিজেপি পরিচালিত বলে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ নিয়েই প্রশ্ন উঠছে। অনেকের দাবি, ওই সময়ে তৃণমূল পরিচালিত পুরসভায় সাফাই কর্মীরা বেতন না পাওয়ার দায় বর্তাচ্ছে তৎকালীন পুরপ্রধান অর্জুন সিংয়ের উপরেই। কিন্তু তিনি তা এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ। তবে বেতন না পাওয়ায় অস্থায়ী কর্মীদের কর্মবিরতি ধীরে ধীরে বড়সড় বিক্ষোভের আকার নেওয়ায় এখন রীতিমতো আশঙ্কা তৈরি হচ্ছে।