লখনউঃ অসম, পশ্চিমবঙ্গ, দিল্লির পর এবার বিক্ষোভে আঁচ লখনউ -তে। নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে সামিল এবার লখনউয়ের নাড়োয়া কলেজের পড়ুয়ারা। বিক্ষোভের জেরে পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। পড়ুয়ারা দাবি যে পুলিশের ভূমিকায় আরও উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। যদিও পুলিশের দাবি যে বিক্ষোভকারীরাই তাদের উদ্দেশ্য করে ইট ছোঁড়ে।

