দেশ

নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে প্রতিবাদে সমাবর্তনে‌ রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক নেবেন না পন্ডিচেরির পড়ুয়ারা

নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে ক্ষুব্ধ পড়ুয়ারা। দেশের সব প্রান্তেই নয়া নাগরিক আইন এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদের আঁচ পড়েছে। দিল্লির জামিয়া থেকে শুরু করে জেএনইউ, আলিগড়, বেনারস, পণ্ডিচেরি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রাস্তায় নেমেছেন। বিক্ষোভ দেখিয়েছেন। সেই প্রতিবাদ জিইয়ে রাখতে এবার সমাবর্তন অনুষ্ঠানই বাতিল করলেন পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে স্বর্ণ পদক তাঁরা নেবেন না বলে ঠিক করেছেনস, সংবাদমাধ্যম সূত্রে খবর। আগামী ২৩ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার সেখানকার আচার্য দেশের রাষ্ট্রপতি। তাই নিয়ম অনুযায়ী, তিনিই পড়ুয়াদের স্বর্ণ পদক তুলে দেবেন। সেই অনুষ্ঠানই বাতিল করলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। এক পড়ুয়া জানিয়েছেন, ‘‌এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আমি ওই অনুষ্ঠানে থাকব না। এনআরসি এবং ক্যা-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত।’‌