দেশ

‘‌নাগরিক আইনের বিরোধিতা করলে উত্তর কোরিয়া চলে যান’, ফের বিতর্কিত মন্তব্য তথাগত রায়ের

বহুবার বিতর্কিত টুইট করতে দেখা গিয়েছে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়কে। এবার মন্তব্য করলেন কেন্দ্রের নাগরিকত্ব বিল নিয়ে। সম্প্রতিই কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ হয়েছে। সেই বিলে রাষ্ট্রপতিও স্বাক্ষর করেছেন। ফলত বিলটি এখন কেন্দ্রীয় আইনে পরিণত হয়েছে। কিন্তু এই নতুন নাগরিক আইন ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। মূলত উত্তর-পূর্বের রাজ্যগুলিই অগ্নিগর্ভ হয়ে উঠেছে। যাঁরা এই নতুন আইনের বিরুদ্ধে মতামত জানাচ্ছেন যে এই আইন দেশে ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করবে, তাঁদের উত্তর-কোরিয়া চলে যাবার নির্দেশ দেন মেঘালয়ের রাজ্যপাল। অসম, ত্রিপুরা যখন নাগরিক আইনের বিরুদ্ধে উত্তাল, সেই সময়ে টুইট করে তথাগত রায় বলেন, ‘গণতন্ত্র স্বভাবগত ভাবেই বিভাজক। আপনারা যদি এরকম না চান, তবে উত্তর কোরিয়ায় চলে যান। বর্তমান সময় দাঁড়িয়ে এই দুটি বিষয় কখনও ভুলে যাওয়া উচিত নয়।’