দেশ

‘নাবালকদের থানায় আটকে রেখেছেন কেন’, কোর্টের ভর্ত্‍সনার মুখে এবার দিল্লি পুলিশ

নয়াদিল্লিঃ সিএএ নিয়ে দিল্লিতে নানা হিংসাত্মক ঘটনায় অন্তত আটজন নাবালককে গ্রেফতার করেছিল পুলিশ। সেই নিয়ে রাতেই বিচারকের তিরস্কারের মুখে পড়ল দিল্লি পুলিশ। বিচারক বলেন, কোনও নাবালক অথবা নাবালিকা যদি সংঘর্ষে জড়িত থাকে তাহলে তাদের আটক করতে হবে। নির্দিষ্ট আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে। কিন্তু থানায় যদি কোনও নাবালককে আটকে রাখা হয়, তাহলে বলতে হবে আইনভঙ্গ করা হয়েছে। চিকিত্‍সকরা জানিয়েছেন, ধৃত নাবালকদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের কয়েকজনের হাতে চোট লেগেছিল। একজনের চোট লেগেছে মাথায়। তাদের বাবা-মা থানায় এলে তবে ছাড়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে ধৃতদের সঙ্গে তাদের আইনজীবীদের দেখা করতে দিতে হবে। কয়েকজন আইনজীবী শুক্রবার রাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অতুল বর্মার সঙ্গে দেখা করেন। বন্দিদের সঙ্গে দেখা করার জন্য অনুমতি চান। বিচারক তাঁদের অনুমতি দেন। বন্দিদের মধ্যে যাঁরা আহত হয়েছেন, তাঁদের যাতে চিকিত্‍সা হয় সেজন্য পুলিশকে নির্দেশ দেন।

ফাইল চিত্র।