জেলা

নারায়ণগড়ে কাটমানি নিয়ে বিক্ষোভ অব্যাহত

কার্ত্তিক গুহ, পশ্চিম মেদিনীপুরঃ  কাটমানি বিক্ষোভ অব্যাহত নারায়ণগড়ে। গত বেশ কয়েকদিন ধরেই তৃণমূল নেতাদের কাছ থেকে কাটমানি আদায় করে চলেছে নারায়ণগড় এলাকাবাসীরা ।ইতিমধ্যে বেশ কয়েকজন এলাকাবাসীর চাপে নতি স্বীকার করেছে।বেশ কিছু কাট মানির টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন । বুথ স্তরিয় নেতা ও কয়েকজন পঞ্চায়েত প্রধানের কাছ থেকে কাট মানি আদায়ের পর এবার নতুন করে অঞ্চল ও ব্লক স্তরে নেতাদের কাছ থেকে কাট মানি আদায় করতে নেমেছেন তারা । তারই কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার সকাল সকাল নারায়ণগড়ের কাঁটা গেড়িয়াতে বহু বিতর্কিত নেতা রঞ্জিত বোস এর বাড়ি ঘেরাও করল এলাকাবাসীরা । যদিও এই ঘেরাওয়ের আঁচ পেয়ে আগে থেকেই ঘর ছাড়েন তিনি ।বাড়িতে আগাম পুলিশ পাহারার ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো । যদিও এলাকাবাসীরা এর জন্য পিছপা হয়নি ।তারা তাদের কাট মানি আদায়ের জন্য বিক্ষোভ দেখাতে থাকেন ।প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে নারায়ণগড়ের মকরামপুরে তৃণমূল পার্টি অফিসের বিস্ফোরণের ঘটনায় নাম জড়ায় এই বহুল বিতর্কিত নেতা রঞ্জিত বোসের ।এছাড়াও নারায়ণগড়ের সুপ্রিম কারখানায় শ্রমিকদের কাছ থেকে তোলা আদায় সহ কারখানায় কাজ পাইয়ে দেওয়ার নামে কাট মানি নেওয়ার অভিযোগ উঠে আসছে বহুদিন থেকে ।এর জন্য বহুবার আন্দোলন হয়েছে ।তবে এর কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন ।এবার এলাকাবাসীরা তাদের দাবি আদায়ে নিজেরাই সচেষ্ট হলেন ।কাট মানি আদায়ের জন্য মঙ্গলবার রঞ্জিত বোসের বাড়ি ঘেরাও করে তারা ।এলাকাবাসীদের দাবি আমরা আমাদের প্রাপ্য ন্যায্য টাকার ফেরত চাই না হলে আমরা এর থেকেও বৃহত্তর আন্দোলনে যাব ।যতদিন না আমরা আমাদের প্রাপ্য টাকা পাচ্ছি ততদিন এই আন্দোলন চলবে ।