দেশ

নিঃস্ব হয়ে যাওয়া পরিযায়ী শ্রমিকদের থেকে ট্রেনের ভাড়া নেওয়া অমানবিক, মোদি সরকারের সমালোচনায় বিরোধীরা

নয়াদিল্লিঃ কেন্দ্রীয় রেলমন্ত্রক ঘোষণা করে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরাতে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক। তবে তাঁদের থেকে ট্রেনের ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনায় অবতীর্ণ হলেন একাধিক বিরোধী দলের নেতা। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি- এক যোগে সমালোচনা করেন কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে অমানবিক বলে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, ‘এর থেকেই বোঝা গেল কেন্দ্রীয় সরকার ঋণখেলাপিদের ছাড় দেয় আর পরিযায়ী শ্রমিকদের উপর বোঝা চাপায়।’ সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ‘যে শ্রমিক ২ মাস বেতন পাননি তাঁর থেকে ভাড়া চাওয়ার মতো নির্মম আর কিছু হতে পারে না।’ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, ‘ন্যূনতম মানবিকতা বোধ থাকলে এমন সিদ্ধান্ত কোনও সরকার নিতে পারে না।’ প্রসঙ্গত, গত ১ মে থেকে বিভিন্ন রাজ্যের গরিব শ্রমিককে ফিরিয়ে আনার জন্যে বিশেষ পরিষেবা চালু কার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু সেই পরিষেবা পেতে অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে। শনিবার এমনটাই জানানো হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। দেশের বহু রাজ্যই বাস পাঠিয়ে অন্য রাজ্য থেকে আটকে থাকা শ্রমিক-কৃষকদের ফিরিয়ে এনেছে। তার পরেও আটকে আছেন বহু শ্রমিক। তাঁদের কথা মাথায় রেখেই চালু করা হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। এই ট্রেনে ভাড়া এক্সপ্রসের ট্রেনের স্লিপারের মতোই। এর সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত ৫০ টাকা। মূল ভাড়ার সঙ্গে সুপারফাস্ট চার্জ ৩০ টাকা ও অতিরিক্ত চার্জ ২০ টাকা নেবে রেল। ট্রেনের যাত্রীরা বিনামূল্যে খাবার ও পানীয় জল পাবেন। যে কোনও যাত্রীই এই ট্রেনে উঠতে পারবেন না।