কলকাতাঃ নিউটাউনের ইকোপার্কের টিকিটে এখন থেকে থাকবে কিউআর কোড। এটাই নতুন সিদ্ধান্ত। ইকোপার্কে তাই টিকিটের কিউআর কোড পরীক্ষার জন্য বসেছে মেশিন। হিডকো সূত্রে খবর, পার্কের ৩ নম্বর গেটের কাছে বসানো হয়েছে এই মেশিন। পাইলট প্রজেক্ট হিসেবে ব্যবহার করা হবে মেশিনটি। সফল হলে অন্যান্য গেটেও এই মেশিন বসানো হবে। হিডকো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে ভ্রমণ করতে আসা জনগণকে ইকোপার্কের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার ১ ঘণ্টার মধ্যেই পার্কের ভেতর প্রবেশ করতে হবে। টিকিটের কিউআর কোড স্ক্যান করিয়ে পার্কে প্রবেশ করতে হবে।