ফের কলকাতায় পথ দুর্ঘটনা। মৃত্যু হল এক তরুণীর। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন। আজ, শুক্রবার সকালে নিউটাউনের সাপুরজি এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম ম্যাকনালি দাস (২২)। তিনি নদীয়ার বাসিন্দা। তবে বর্তমানে তিনি সাপুরজির একটি আবাসনে বসবাস করতেন বলে জানা গিয়েছে। আহতরা হলেন বাবলুপ্রসাদ নায়েক এবং রবিরঞ্জন কুমার। পুলিস সূত্রে খবর, এদিন সকালে তিন জন একটি বাইকে করে সাপুরজির দিকে আসছিলেন। কিন্তু আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন তিন জন। মাথায় গুরুতর চোট পান ওই তরুণী। চালক সহ আরও একজন ঘটনায় গুরুতর জখম হন। দুর্ঘটনার পরই ছুটে আসেন আশপাশের স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিসে। তিনজনকেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই ওই তরুণীর মৃত্যু হয়েছে। বাকি ২ জন চিকিৎসাধীন। কিন্তু কেন এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। টেকনোসিটি থানার পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে বাইকটি বেপরোয়া গতিতে ছিল কি না , তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।