কলকাতা

নিউ আলিপুরে করোনার গুজব ছড়িয়ে গ্রেপ্তার মহিলা

কলকাতাঃ গতকাল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গুজব ছড়ায় যে নিউ আলিপুর এলাকায় ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি অভিযুক্তের পক্ষ থেকে এও দাবি করা হয় রাজ্য সরকার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এরপরই তদন্ত নামে পুলিস। দেখা যায় ওই গ্রুপটির নাম স্মার্ট জুনিয়ার্স এবং পল্লবী ক্যাঙারু কিডস নামের আইডি থেকে কেউ এটি পোস্ট করেছে। নিউ আলিপুর এলাকায় ক্যাঙারু কিডস নামের একটি কেজি স্কুল রয়েছে। লকডাউনের জেরে সেটি বন্ধ রয়েছে। পুলিস এই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারে পল্লবী শিবানী নামে তাঁদের কোনও কর্মী নেই। এরপর পড়ুয়াদের অভিভাবকের সঙ্গেও কথা বলে পুলিস। তখনই ওই গ্রুপটির কথা জানা যায়। অভিযুক্ত মহিলাকে শনাক্ত করে পুলিস। গ্রেপ্তার করা হয় তাঁকে। আজ অভিযুক্ত মহিলাকে আদালতে তোলা হবে।