কলকাতা

নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতাঃ দিনভর বৃষ্টিতে ভিজল গোটা রাজ্য। রাতে বাড়ল বৃষ্টির তেজ। আজ, শুক্রবারও রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি চলবে। বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে দানা বাঁধা নিম্নচাপের প্রভাবে বুধবার থেকেই বৃষ্টি হচ্ছে। এদিন বৃষ্টি আরও বাড়ে। নিম্নচাপটি আপাতত দক্ষিণ ওডিশার উপকূলে অবস্থান করে রয়েছে। এর প্রভাবে সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপটি থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা ওডিশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি সাগরে দানা বেঁধেছে একটি ঘূর্ণাবর্ত। এই তিনটি দক্ষিণবঙ্গে ক্রমাগত জলীয় বাষ্প সরবরাহ করে চলেছে। যা বৃষ্টি হয়ে ঝরছে কলকাতা-সহ গোটা রাজ্য জুড়ে। ভারী বৃষ্টি হয়েছে বাঁকুড়া, ক্যানিং, ডায়মন্ড হারবার, কৃষ্ণনগরে। শুক্রবারও বৃষ্টির বিরাম নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবারও বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হবে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে। শনিবারও মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়া-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। রবিবারও কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে।