নিউইয়র্ক: বেশ কিছু দিন ধরেই তাঁর অনুযোগ ছিল৷ কারণ আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের মনে সুপ্ত বাসনা রয়েছে নোবেল পাওয়ার ব্যাপারে৷ তাই এবার আর কোনও ঢাক ঢাক গুড় গুড় না করে সরাসরি বলেই ফেললেন তিনি নোবেল পাওয়ার যোগ্য ৷ আর নিরপেক্ষ ভাবে তা দেওয়া হলে তিনি এতদিনে সেটা পেয়েও যেতেন৷ আর তা বলতে গিয়ে পূর্বসূরী বারাক ওবামাকে কটাক্ষ করলেন তিনি৷ আমেরিকার সময় অনুসারে সোমবার ট্রাম্প নোবেল পুরস্কার সম্পর্কে তাঁর মনের কথা খুলে বলেছেন। তিনি দাবি করেছেন, যদি স্বচ্ছ ভাবে নোবেল পুরস্কার দেওয়া হত, তা হলে একাধিক কারণেই সেটা তাঁর পাওয়া উচিত ছিল। তিনি তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আলোচনায় বসেছিলেন তারই এক ফাঁকে সাংবাদিকদের সামনে মনের এই কথা কবুল করেন ট্রাম্প।ওই সময় পাকিস্তানের এক সাংবাদিক নোবেল পাওয়ার বিষয়টি উস্কে দিয়েছিলেন। কারণ তিনি মন্তব্য করেন, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন যদি তিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে পারেন । আর এতেই যেন তাঁর অন্তরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি জেগে ওঠে। তখন ট্রাম্প পরিস্কার জানান, তিনি মনে করেন একাধিক কারণে নোবেল পুরস্কার পেতে পারেন। এই কথা বলতে গিয়ে নোবেল পুরস্কারের নির্বাচনে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন, তবে যদি সেটি স্বচ্ছ ভাবে দেওয়ার ব্যবস্থা থাকে। ওই সময় ট্রাম্প বারাক খোঁচা মারেন ওবামাকে নোবেল দেওয়া নিয়েও। ব্যঙ্গের সুরে তিনি তখন জানান,নোবেল কমিটি পুরস্কার ঠিক করে এবং প্রেসিডেন্ট হওয়ার পরে ওবামাকেও দিয়েছে । কিন্তু ওবামার ধারণাই ছিল না কেন তাঁকে তা দেওয়া হল৷ এর আগে গত ফেব্রুয়ারিতেও ট্রাম্পের এমন নোবেল-বাসনার কথা জানাজানি হয়েছিল৷