দেশ

নির্বাচনের জন্য কাজ বন্ধ থাকবে কেন, নতুন প্রস্তাব প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের

বৃহস্পতিবার নির্বাচন কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে সেই প্রসঙ্গ উত্থাপন করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেন, এ দেশে ২৯টি রাজ্যে বিধানসভা এবং দুটি কেন্দ্রশাসিত রাজ্যে বিধানসভা নির্বাচন হয়। সারা বছরই ভোট লেগে রয়েছে। আর সেই ভোটের জন্য আদর্শ আচরণ বিধি লাগু হওয়ায় বারবার উন্নয়নের কাজ থমকে যায়। এ ব্যাপারে একটা ভাবনা রয়েছে যে, লোকসভা ভোটের সঙ্গেই যদি সব রাজ্যের বিধানসভা ভোট করানো যায়। প্রাক্তন রাষ্ট্রপতির কথায়, তা করা যেতেই পারে। কিন্তু তার জন্য প্রথমত সংবিধান সংশোধন করতে হবে। সে জন্য রাজনৈতিক সর্বসম্মতিও গড়ে তুলতে হবে। ১৯৬৭ সালের আগের ব্যবস্থায় ফিরে যেতে চাইলে আরও কিছু সমস্যাও মেটাতে হবে। সেটা করতে পারলে ভোটের কারণে উন্নয়নে কাজ থমকে যাওয়া অনেকটাই ঠেকানো যেতে পারে। প্রণববাবু বলেন, আরেকটি বিকল্পও রয়েছে। আদর্শ আচরণবিধি সংশোধন করা যেতে পারে। কোথাও ভোট হচ্ছে, স্রেফ এই যুক্তিতে উন্নয়নের কাজ বন্ধ হয়ে যাওয়া ঠিক নয়। সেটা কেবলমাত্র লোকসভা ভোটের সময় হতে পারে। যে হেতু সারা দেশে একই সঙ্গে ভোট হচ্ছে।