নির্ভয়া গণধর্ষণ কান্ডে অন্যতম দোষী মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন শুক্রবারই রাষ্ট্রপতির কাছে পাঠান হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তা পাঠিয়ে দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে। সঙ্গে সুপারিশ করা হয়েছিল, প্রাণভিক্ষার আবেদন যেন খারিজ হয়ে যায়। সেটাই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত মঙ্গলবারই মুকেশ সিং ও বিনয় শর্মার কিউরেটিভ পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিল মুকেশ সিং। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ‘প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সুপারিশ করা হয়েছে, তা খারিজ করে দেওয়ার।’