কলকাতা পুজো

নিয়ম মেনেই বেলুড় মঠে হল কুমারী পুজো

কলকাতাঃ মহাষ্টমীর সকালে যথাযোগ্য মর্যাদায় বেলুড় রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হল। অষ্টমীর সকালে প্রথমে অষ্টমী বিহিত পুজো হয়। এরপর সকাল ন’টায় শুরু হয় কুমারী পুজো। এই পুজো উপলক্ষে বেলুড় মঠে লাখো মানুষের সমাগম ঘটে। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। দেবীর আধার রূপে সাক্ষাৎ দেবী রূপে কুমারীর পুজো করা হয়।স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে কুমারী পুজো শুরু করেছিলেন। সেই রীতি মেনেই বেলুড় মঠের সন্ন্যাসীরা মহাষ্টমীর দিন কুমারীকে দেবী হিসেবে উপাসনা করেন। শ্রীশ্রীঠাকুরের মতে, কুমারীরা জগতের নেতিবাচক শক্তি থেকে দূরে থাকে। তখন তাদের মধ্যে মাতৃভাবনা প্রকাশ পায়। এই পুজো উপলক্ষে কুমারীকে শাড়ি পরিয়ে ফুল ও গয়নায় সাজিয়ে তোলা হয়। যেভাবে যে নিয়মে মা দুর্গাকে পুজো করা হয়, ঠিক সেই রীতি মেনেই কুমারী পুজো করা হয়। দেবী দুর্গাকে দেওয়া অর্ঘ্য ও নৈবেদ্যই সমর্পিত হয় কুমারীর পায়েও। পবিত্র মন্ত্র পড়ে কুমারীর পুজো করা হয়। আরতি করা হয়। সন্ন্যাসী এবং ভক্তরা কুমারীকে দেবী জ্ঞানে ফুল দিয়ে অঞ্জলি দেন। প্রার্থনা জানান ভক্তরা। বেলুড় মঠের এই কুমারী পুজো দেখতে প্রতি বছরই লাখো মানুষের সমাগম ঘটে।