দেশ

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ

ইউনিট প্রতি বিদ্যুতের মাশুল ২.১৪ শতাংশ বৃদ্ধি করেছে পঞ্জাব বিদ্যুৎ বোর্ড। তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। শেষমেশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামানের ব্যবহার করতে হয়। এএপি নেতা ভগবন্ত মনের নেতৃত্বে এই মিছিল শুরু হয়। অমরিন্দর সিংয়ের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা ছিল কর্মী সমর্থকদের। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি আসতেই তাদের থামিয়ে দেওয় হয়। রাস্তাতেই ব্যারিকেড তৈরি করে পুলিশ।