পঞ্জাবে স্কুলভ্যানে ভয়াবহ অগ্নিকান্ড৷ পুড়ে মারা গেল চার নাবালক ৷ পঞ্জাবের সাঙ্গরুরের লোঙ্গোওয়াল শহরের ঘটনা ৷ সাঙ্গরুরের লোঙ্গওয়াল-সিদসমাচার সড়কে এই দুর্ঘটনাটি ঘটে । ঘটনার সময় ভ্যানটিতে মোট ১২ জন পড়ুয়া ছিল ৷ তবে স্কুলভ্যানে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত চলছে ৷ জানা গেছে, স্কুলভ্যানটি সাঙ্গরুরের সিমরন পাবলিক স্কুলের ৷ স্কুল থেকে বাচ্চাদের বাড়ি ফিরিয়ে আনার সময় ওই ভ্যানে আগুন লাগে ৷ ঘটনার সময় মোট ১২ জন ছিল ভ্যানটিতে ৷ পুলিশ জানিয়েছে, আট জন নাবালককে ওই ভ্যান থেকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ৷ অ্যাম্বুলেন্স এসে আহতদের হাসপাতালে নিয়ে যায় ৷ যে চার জন মারা গেছে তাদের প্রত্যেকের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে ৷ আট জনকে বাঁচানো গেলেও ভ্যানের অন্য পাশের দরজায় আটকে যাওয়া বাকি পড়ুয়াদের বাঁচানো সম্ভব হয়নি ৷ মৃত চার জনের মধ্যে দুইজন একই পরিবারের ছিল ৷ স্থানীয়রা জানিয়েছে, স্কুল ভ্যানটিতে যখন আগুন লাগে তখন সেটি স্কুল থেকে কয়েক মিটার দূরে এগিয়ে গিয়েছিল ৷ আগুন দেখতে পেয়ে এক পথচারী ড্রাইভারকে ভ্যান থামাতে বলে ৷ এরপর ভ্যানচালকের চিৎকারে পাশেই একটি মাঠে কর্মরত লোকজন ঘটনাস্থানে এসে ভ্যানের দরজা ভেঙে ৮ জনকে উদ্ধার করে ৷


