জেলা

পথ আটকে জনসভা, অ্যাম্বুল্যান্সকে ঘুরপথে যাওয়ার নির্দেশ দিলীপ ঘোষের, এহেন অমানবিক আচরণে বিতর্ক তুঙ্গে

রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। কিন্তু রাস্তা আটকে যে সভা করছেন খোদ বিজেপি-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ! আটকে গেল অ্যাম্বুলেন্স। মঞ্চে ভাষণ থামিয়ে মেদিনীপুর সাংসদের নির্দেশ, ‘এখান থেকে যাওয়া যাবে না। ঘুরিয়ে নিন। যাওয়ার অনেক রাস্তা আছে!’ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাগরকিত্ব আইনের প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল, রাজ্যের বিভিন্ন প্রান্তে পাল্টা প্রচার চলছে বিজেপিও। সোমবার কৃষ্ণনগরে রাজবাড়ি থেকে জেলা প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করেন গেরুয়াশিবিরের কর্মী-সমর্থকরা। মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে হয় জনসভা। মঞ্চে যখন নাগরিকত্ব আইনের সমর্থনে বক্তব্য রাখছিলেন বিজেপি-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তখনই সভাস্থলের কাছাকাছি চলে আসে একটি অ্যাম্বুল্যান্স। অ্যাম্বুল্যান্সে রোগীও ছিল বলে জানা গিয়েছে। কিন্তু বিজেপি-এর জনসভায় ভিড় ছিল যথেষ্ট, যানজটের কারণে অ্যাম্বুল্যান্সটি রাস্তা দিয়ে এগানোর সুযোগই পাচ্ছিল না। সভায় যাঁরা যোগ দিয়েছিলেন, তাঁরাও অ্যাম্বুল্যান্সটিকে রাস্তা ছেড়ে দেওয়ার কোনও চেষ্টা করেননি বলে অভিযোগ। মঞ্চ থেকে সবটাই দেখতে পাচ্ছিলেন দিলীপ ঘোষও। কিন্তু রাস্তা ছেড়ে দেওয়া উদ্যোগ নেওয়া তো দূর, উল্টে অ্যাম্বুল্যান্সটিকে ঘুরিয়ে নিতে বলেন তিনি। বিজেপি সাংসদের সাফ কথা, ‘রাস্তায় লোক বসে রয়েছে। ডিসটার্ব হয়ে যাবে। ঘুরিয়ে নিয়ে যান।’ এদিকে খোদ বিজেপি-এর রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষে এহেন অমানবিক আচরণে বিতর্ক তুঙ্গে। দেখুন সেই ভিডিও –

https://www.facebook.com/fekuwb/videos/542622596327992/