কলকাতাঃ অবশেষে ট্যাংরায় জোড়া হত্যাকাণ্ডের কিনারা। চায়নাটাউনে শ্বশুর ও পুত্রবধূ খুনে আটক করা হল স্বামী লি ওয়ান সাংকে। অভিযোগ, পরকীয়ার জেরে রোজই বাড়িতে অশান্তি হত। দাম্পত্য কলহের সময়ই মারধরের পর বালতির আঘাতে স্ত্রীকে খুন করে লি। আর ছেলের কীর্তি দেখে ফেলাতেই খুন হন বাবাও। প্রাথমিক তদন্তের পর নিশ্চিত হয় পুলিস। জেরায় খুনের কথা কবুল করেছে ধৃতও।

