দেশ

পাকিস্তান এখন চরম চাপে রয়েছে, বৈঠকে বললেন অজিত ডোভাল

সরাসরি পাকিস্তানকে একহাত নিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ওই দেশটির তীব্র নিন্দা করে তিনি জানান, সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং রাষ্ট্রনীতি হিসেবে সন্ত্রাসবাদকে হাতিয়ার করা হলে সেটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সোমবার জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) বৈঠকে যোগ দিয়ে তিনি বলেন, ‘‌যদি কোনও অপরাধী রাষ্ট্রের সাহায্য পায়, তাহলে সেটা বড় চ্যালেঞ্জ। আমাদের ক্ষেত্রে পাকিস্তান রাষ্ট্রনীতি হিসেবে সন্ত্রাসবাদকে হাতিয়ার করেছে।’‌ প্যারিসে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের বৈঠকে পাকিস্তান যথেষ্ট চাপের মুখে পড়েছে। এই খবর এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। আর সেই খবরকে সামনে রেখে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে যা হয়েছে তাতে চাপের মুখে পড়েছে পাকিস্তান। এতটাই চাপ সৃষ্টি হয়েছে যে, এরপর আর কিছুই ওরা করতে পারবে না।’‌ জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এনআইয়ের লড়াইয়ের প্রশংসা করেন অজিত ডোভাল। তারপর তিনি বলেন, ‘‌পাকিস্তানের রাষ্ট্রীয় নীতিতে সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসাবে রাখা হয়েছে। আমরা সবাই জানি পাকিস্তানের মদতে জঙ্গি কার্যকলাপ হয়ে থাকে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রমাণ লাগে। তাই আপনাদের কাছে থাকা প্রমাণ নষ্ট হতে দেবেন না। কারণ গোটা বিশ্বের এটা জানা দরকার।’‌