মহারাষ্ট্রের পালঘরে তিন ব্যক্তিকে নৃশংসভাবে গণপিটুনির ঘটনায় মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারেকে ফোন করে খোঁজ খবর নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণের ফোনালাপ হয়। সূত্রের খবর, ঘটনাটির বিষয়ে এবং তারপর রাজ্য প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে তা বিস্তারিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান উদ্ধব। উল্লেখ্য ১৬ এপ্রিল রাতে মুম্বইয়ের তিন বাসিন্দাকে পালঘরের গড়কাচিনচালে গ্রামে পিটিয়ে মারা হয়। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে রাজ্য পুলিস।