কলকাতা

পিকের রিপোর্টঃ ৪৫ থেকে ৫০ শতাংশে মুখ বদল না হলে পুরভোটে মুখ থুবড়ে পড়তে হবে তৃণমূলকে

কলকাতা পুরসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের রিপোর্ট হাতে পেয়ে হতবাক হয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই রিপোর্টে তৃণমূলের অন্দরে কম্পন শুরু হয়ে যাওয়ার জোগাড়। প্রশান্ত কিশোরের রিপোর্ট ফেল করেছেন ৫০ শতাংশ জন প্রতিনিধিই! তিনি সুপারিশ করেছেন, ৪৫ থেকে ৫০ শতাংশ জন প্রতিনিধিকে বদল করতে হবে। মমতা এখন ভাবনা শুরু করেছেন, কাকে টিকিট দেবেন, কাকে দেবেন না। এই অবস্থায় প্রশান্ত সাফ জানিয়ে দিয়েছেন, ৪৫ থেকে ৫০ শতাংশে মুখ বদল না হলে পুরভোটে মুখ থুবড়ে পড়তে হবে তৃণমূলকে। এই অবস্থায় দেখার মমতা কী সিদ্ধান্ত নেন। কার কপালে জোটে টিকিট। উল্লেখ্য, প্রশান্ত কিশোর এসেই দিদিকে বলো অভিযান শুরু করেছিলেন। তারপর প্রায় ২০ লক্ষ অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে অর্ধেক অর্থাৎ ১০ লক্ষ অভিযোগই এসেছে বিধায়ক, কাউন্সিলর ও পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদে্র বিরুদ্ধে।