জেলা

পিতৃহারা ঝাড়গ্রামের আদিবাসী পড়ুয়া সুযোগ পেল আইআইটিতে

ঝাড়গ্রাম: রামকৃষ্ণ মিশন পরিচালিত ঝাড়গ্রাম একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের দামোদর মুর্মু নামে এক পড়ুয়া আইআইটি প্রবেশিকা পরীক্ষায় ৮৯১ স্থান অধিকার করে পাটনা আইআইটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির সুযোগ পেয়েছে। বাড়ি ঝাড়গ্রামের জামবনি থানার ধড়সা অঞ্চলের গোবিন্দশোল গ্রামে। ধড়সা হাইস্কুল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে ২০১৭ সালে একলব্যে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয় দামোদর। দামোদর তিন বছর বয়সে বাবাকে হারান। তাঁর মা কল্পনাদেবী দিনমজুরি সংসার চালান।এবার একলব্য থেকে উচ্চ মাধ্যমিকে ৭৭ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় দামোদর। রামকৃষ্ণ মিশনের ঝাড়গ্রাম শাখার সম্পাদক তথা স্কুলের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ বলেন, একলব্যের ইতিহাসে এই প্রথম কোনও পড়ুয়া আইআইটিতে পড়ার সুযোগ পেল। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানী এ বলেন, দামোদর আইআইটিতে সুযোগ পেয়ে ঝাড়গ্রামের নাম উজ্জ্বল করেছে।