হাওড়া: রাত পোহালেই পঞ্চমী। তার আগেই বছরের আর পাঁচটি দিনের মতো প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। উপলক্ষ্য রাস্তা সারাই। বুধবার হাওড়া জেলার আন্দুল রোড সারাইয়ের দাবিতে এজেসি বোস বোটানিক্যাল গার্ডেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্থানীয় পরিবহন যাত্রী সমিতি।পাশাপাশি এদিন বকুলতলা ৫৯ নম্বর বাসস্ট্যান্ডে আন্দুল রোড পরিবহণ যাত্রী কমিটির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভও হয়। সেখানে পথ চলতি যাত্রীরাও এই অবস্থানে সামিল হন। পরিবহন যাত্রী কমিটির কার্যকরী সভাপতি অর্জুন সিংহ রায় ও কোষাধ্যক্ষ সুদীপ মণ্ডল অবস্থান বিক্ষোভের অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন।এরপর পার্শ্ববর্তী দানেশ শেখ লেনে গিয়েও চলে অবস্থান বিক্ষোভ। কমিটির সম্পাদক অভিজিৎ মণ্ডল বলেন, “আমাদের দাবি, জোড়াতালি দিয়ে নয়, আন্দুল রোডে যে পরিমাণ ভারি ওজনের পণ্যবাহী যানবাহন চলে সেই অনুযায়ী রাস্তা মেরামত করে দিতে হবে। রাস্তা নির্মাণের সময় সম্পূর্ণ বৈজ্ঞ্যানিক রীতিনীতি মেনে রাস্তা করতে হবে করতে হবে।’’এমনকি রাস্তার দুধারে উন্নত নিকাশি ব্যবস্থা করতে হবে। প্রতি রুটে বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে। আন্দুল রোডের বিভিন্ন স্থান থেকে কলকাতার বিভিন্ন জায়গায় নতুন বাস রুট চালু করে পর্যাপ্ত বাস দিতে হবে। এছাড়াও আলমপুর থেকে হাওড়া পর্যন্ত শেষ বাস রাত দশটায় ছাড়তে হবে।সদর রাস্তার প্রতি মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে যানজট থেকে মুক্ত করতে হবে আন্দুল বাসিকে। এদিন কমিটির পক্ষ থেকে এজেসি বোস বোটানিক্যাল গার্ডেন থানায় দাবি সম্বলিত স্মারকলিপিও তুলে দেওয়া হয়।আন্দোলনকারীরা জানান,দাবি আদায় না হওয়া পর্যন্ত কমিটি লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের হুমকিও দেয় বিক্ষোভকারীরা।