কলকাতা

পুজোর আগেই সুখবর, সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা মমতার

কলকাতা: সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন তিনি। শুক্রবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।জানুয়ারি মাস থেকেই এই বর্ধিত বেতন পাবেন কর্মীরা। এদিন সরকারি কর্মীদের সভায় মমতা জানান, ষষ্ঠ বেতন কমিশনের সব সুপারিশ মেনে নেওয়া হবে। রাজ্যের কর্মীদের নূন্যতম বেসিক মাইনে বেড়ে হবে ১৭,৯৯০ টাকা। এছাড়া ৬ লক্ষ টাকা থেকে বেড়ে গ্র্যাচিউটি হল ১০ লক্ষ টাকা।এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সভা ছিল। সেখানেই উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ডিএ এবং বেতন কমিশন, আগে ১০০ টাকা বেসিক পে থাকলে ডিএ যুক্ত হলে কর্মীরা পেতেন ১২৫ টাকা। এরপর ডিএ ও পে কমিশন মার্জার হলে তখন এটা হবে ২৫৭।  ১২৫ থেকে ২৫৭, এই হারেই বৃদ্ধি পাবে বেতন। নূন্যতম বেসিক পে ৭০০০টাকা ছিল, সেটা বাড়িয়ে করা হয়েছে ১৭,৯৯০। সুপারিশ মানতে গেলে ১০ হাজার কোটি টাকার বেশি খরচ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।