কলকাতা

পুজোয় রেকর্ড আয় মেট্রোর

কলকাতা: গতবারের সব রেকর্ডকে ছাপিয়ে গেল কলকাতা মেট্রো। চতুর্থী থেকে নবমীর দিন পর্যন্ত ৪.৮ কোটি টাকা উপার্জন করেছে মেট্রোরেল। প্রতিবারই পুজোর সময় অতিরিক্ত রেক চালায় মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি পুজোর দিনগুলোতে সারারাত ধরে ট্রেন চলে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তবে কেনাকাটার জন্য মানুষ যাতে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন, তাই এবারে বাড়তি মেট্রো দেওয়া হয়েছিল পুজোর আগের বেশ কয়েকটি শনি এবং রবিবারে।মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, পুজোর সময় গতবছরের তুলনায় মেট্রো রেলের মোট উপার্জন বেড়েছে প্রায় ১০.৩ শতাংশ। পুজোর দিনগুলি নির্বিঘ্নে যাতে উত্তর থেকে দক্ষিণে মানুষ ঠাকুর দেখতে পারেন, তাই বাড়তি ট্রেন চালায় মেট্রো কর্তৃপক্ষ। নোয়াপাড়া থেকে নিয়মিত পাঁচটি ট্রেন চালানো হয়।পঞ্চমীর দিন ৯ লক্ষ ২২ হাজার যাত্রী মেট্রোয় যাতায়াত করেছেন। যা রেকর্ড । মেট্রোর ইতিহাসে এত ভিড় আগে কখনও হয়নি। তৃতীয়া থেকে দশমী পর্যন্ত এবার ৬১ লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করেছেন। গতবার পুজোয় যাত্রীর সংখ্যা ছিল ৫৭ লাখ ৯০ হাজার। যাত্রী পরিবহণ থেকে পুজোর সময় এবার রেলের আয় হয়েছে ৬,০০,৭১,১৯২ টাকা। যা গত বছরে ছিল ৫,৩৬,১২,৭৩৬ টাকা। যদিও যাত্রী ও রোজগার বাড়লেও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সময় নিয়ে একটা অভিযোগ যাত্রীদের মধ্যে রয়েই গিয়েছে।  মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, পুজোর দিনগুলিতে মোট ২,৯৬০টি রেক চালানো হয়েছে। যার মধ্যে ৮৫ শতাংশই ছিল এসি রেক।