জেলা

পুরুলিয়ায় ছৌ শিল্পীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, মৃত ১, আহত ১৪

পুরুলিয়ায় দুর্ঘটনার কবলে পড়ল ছৌ শিল্পীদের গাড়ি। মৃত্যু হয়েছে একজন ছৌ শিল্পীর। মৃতের নাম তপন মাহাতো (৫০)। তাঁর বাড়ি পাড়া থানার সুরুলিয়া গ্রামে। জখম হয়েছেন আরও ১৪জন। আজ সকাল সাতটা নাগাদ বিবেক উৎসবে যোগ দিতে পাড়া থানার সরবেড়িয়া থেকে রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন তাঁরা। আচমকাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছৌ শিল্পীদের ওই গাড়িটিতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। পাশাপাশি জখম হন ১৪জন ছৌ শিল্পী। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে অকুস্থলে যায় আনারা ফাঁড়ির পুলিস। আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।