রবিবার পুলওয়ামার ত্রাল অঞ্চলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম তিন জঙ্গি । মৃতদের কাছ থেকে অস্ত্রসস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে । গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে আজ সকালে নিরাপত্তাবাহিনী দক্ষিণ কাশ্মীরের ত্রাল অঞ্চলে গুলশানপোরা এলাকায় পৌঁছায় । শুরু করে তল্লাশি । তল্লাশি চলাকালীন তাদের উদ্দেশে জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করে । সেই সময় নিরাপত্তাবাহিনীর পালটা গুলিতে মারা যায় কমপক্ষে তিন জঙ্গি । এখনও এই গুলির লড়াই চলছে । কাশ্মীর পুলিশের তরফে এমনই জানানো হয়েছে ।