কলকাতা

পুলকার নিয়ে শহরের সব স্কুলকে হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর, জারি হবে নির্দেশিকা

কলকাতাঃ পোলবায় পুলকার দুর্ঘটনার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পুলকার নিয়ে নির্দেশিকা জারি হবে বলে জানান তিনি । পুলকার নিয়ে শহরের সব স্কুলকে সাবধান করেন পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষামন্ত্রী বলেন, “পুলকার রাস্তায় চলার জন‍্য সমস্ত ব্যবস্থা ঠিক হয়েছে কি না তার নজরদারি করতে হবে স্কুলকে । শিক্ষা দপ্তর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করবে।” বিধানসভায় নিজের ঘরে বসে এ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী । সমস্ত স্কুল কর্তৃপক্ষের উদ্দেশে রাজ‍্যের শিক্ষামন্ত্রী বলেন, “আমি এ বিষয়ে দপ্তরের সঙ্গে কথা বলেছি । অনেকে আট-দশজন নিয়ে ব্যক্তিগতভাবে পুলকার তৈরি করে । এ বিষয়ে স্কুলকে সাবধানে থাকতে হবে। স্কুলে যে পুলকারগুলো ব্যবহার হচ্ছে তা রীতির মধ্যে আছে কি না, আরটিও পাশ করছে কি না, সিএফ আছে কি না, রেজিস্ট্রেশন ঠিকঠাক আছে কি না, বিমা আছে কি না এগুলো দেখে ব্যবহার করবেন । সার্কুলার আমরা দিয়ে দেব । যে সমস্ত স্কুল এসব দেখছে না, তাদের দেখতে হবে ।”