জেলা

পুলিশদের পেটাচ্ছে, এবার নেতাদের পেটাবে, মানুষ ক্ষেপে গেছে: দিলীপ ঘোষ

‘দলের নেতা-মন্ত্রী-সাংসদদের কাজ করতে দিচ্ছে না তৃণমূল সরকার। বরং করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে গেলে বাধা দিচ্ছে পুলিশ। পরিস্থিতি ডামাডোলের দিকে এগোচ্ছে।’ এভাবেই তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের হুঁশিয়ারী, ‘এখন পুলিশকে পেটাচ্ছে, এরপর নেতাদের পেটাবে।’ করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণার পর থেকে ঘোর বিপদে পড়েছে সাধারণ মানুষ। প্রথম ও দ্বিতীয় দফার লকডাউন মিলিয়ে ২৩ দিন পার হয়ে গিয়েছে। একে মানুষের হাতে অর্থ নেই, নেই নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও। তারওপর রেশন নিয়ে রাজ্যব্যাপী বিস্তর গন্ডগোল শুরু হয়েছে। বৃহস্পতিবারই খাদ্য দফতরের প্রধান সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষদের আরও সাহায্য করা প্রয়োজনীয় হয়ে পড়েছে। পদ্মশিবিরের অভিযোগ, ‘তাঁদের দলের নেতা-কর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাইলেও পারছেন না। কারণ, তাঁদের পুলিশ দিয়ে বাধা দেওয়া হচ্ছে।’