কলকাতা

পুলিশের লাঠিতে অর্জুন সিং এর মাথা ফাটেনি, বললেন এডিজি

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ পুলিশের মারা লাঠিতে অর্জুন সিং এর মাথা ফাটেনি বললেন এ ডি জি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংহ। তিনি আজ নবান্নে এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন যে নিজের দলের সমর্থকদের ইটের আঘাতে অথবা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন সাংসদ অর্জুন সিং। তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারের ভুয়সী প্রশংসা করে বলেন পুলিশ যেভাবে কাজ করেছে তো খুব গুরুত্বপূর্ণ। কমিশনার মনোজ ভার্মা খুব শান্ত ভাবে কাজ করেছেন। পুলিশ উত্তেজিত হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যেত। রবিবার ঘটনার পরিপ্রেক্ষিতে এডিজি আইন শৃঙ্খলা জানিয়েছেন, যে রবিবার সকালে একটা ছোট ঘটনা ঘটে। তারপর অর্জুন সিং এর দলের লোকজন ফের বিক্ষোভ দেখায়। বিধায়ক পবন সিং অনেক লোককে নিয়ে এসে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। এডিজি এদিন দাবি করেন, কমিশনার অনুরোধ করা সত্বেও, বিক্ষোভ না থামিয়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা। রবিবারের ঘটনায় পরিপ্রেক্ষিতে এডিজি আইন শৃঙ্খলা বলেন, ভাটপাড়া, জগদ্দল অঞ্চলে আগে যেভাবে উত্তপ্ত হতো এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। কিন্তু অর্জুন সিং যে জায়গায় ছিলেন সেখানে ছাড়া আর কোথাও কিছু হয়নি। ১৫০ জনের বেশি ক্রিমিনালকে গ্রেফতার করা হয়েছে। অনেক বোম উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শেষ এক দেড় মাসে সেখানে কোন ঘটনা ঘটেনি বলেও দাবি করেন এডিজি আইন শৃঙ্খলার। সঙ্গে তিনি বলেন, পুলিশ পেশাদারিত্বের পরিচয় দেখিয়েছে। যারা এই কান্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও দেখে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এলাকার মানুষদের আশ্বস্থ করে তিনি জানিয়েছেন, সামনে পুজো তার আগেই এলাকা শান্ত থাকবে, কোন সমস্যাই হবে না।