মালদা

পোস্তখোসা পাচারের ঘটনায় অভিযুক্ত মহম্মদ ইউসুফের সাজা ঘোষণা

হক জাফর ইমাম, মালদা: পোস্তখোসা পাচারের ঘটনায় অভিযুক্ত মহম্মদ ইউসুফের সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। বৃহস্পতিবার সে দোষি প্রমানিত হয়। তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেছে মালদা জেলা আদালত। অনাদায়ে আরও ১ বছরের কারান্ডের কথা বলা হয়েছে এদিনের রাইয়ে। জানা গেছে, গত ২০১৭ সালের ৩১ জানুয়ারি মালদা কালিয়াচক থেকে মালদা শহরের দিকে একটি ট্রাকে করে পোস্তখোসা নিয়ে আসছিল সে। ট্রাকটি উত্ত প্রদেশের। রথবাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ি-‌সহ মহম্মদ ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ। গাড়িতে ৩ কুইন্টাল ১৫ কেজি পোস্তখোসা ছিল বলে জানা গেছে। সরকার পক্ষের উকিল জানিয়েছেন, ১১ জন সাক্ষী ছিল এই মামলায়। সবই অভিযুক্তের বিরুদ্ধে গেছে। এদিন তার সাজা শোনানো হয়।