নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবার জায়গা করে নিল পৌরনিগমের আর্কাইভে । আজ ফিরহাদ হাকিম অভিজিতের ছবি উন্মোচন করলেন। অমর্ত্য সেনের পর অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ এবার নোবেল জয়ী অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর ছবি জায়গা পেল আর্কাইভে। ৬ বছর আগে আর্কাইভটি তৈরি করেছিলেন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার এই দপ্তরে এলেন ফিরহাদ হাকিম। ইংরেজ আমল থেকে আজ পর্যন্ত কলকাতা শহরের বিভিন্ন নথি দস্তাবেজ আর্কাইভে সংরক্ষিত করা হয়েছে । সেই সঙ্গে বিভিন্ন সময় বহু বিশিষ্ট জনের চিঠি এবং পৌর অধিবেশনে তাদের বক্তব্যকে সংরক্ষণ করা হয়েছে । আজ পৌরনিগমের আর্কাইভ ঘুরে দেখেন মেয়র। আগামী দিনে যে কোনও ব্যক্তি কলকাতা শহরের ইতিহাস চর্চা করতে চাইলে সেক্ষেত্রে পৌরনিগমের ওয়াইফাই ব্যবহার করতে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আর্কাইভ ঘুরে মেয়র জানিয়েছেন, আগামী দিনে পুরোনো নথিপত্র খুঁজে বার করে ডিজিটাইজেশন করার কাজ করবে কলকাতা পৌরনিগম।