মালদা

পৌরসভার ওয়ার্ডের বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ

হক জাফর ইমাম, মালদাঃ পুরাতন মালদা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধের সামিল হলেন শতাধিক এলাকা বাসীরা। মঙ্গলবার সকাল ১১ টা থেকে পুরাতন মালদা থানার সদরঘাট এলাকার মালদা- নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক প্রমিলা বাহিনী। এই বিক্ষোভের জেরে ওই এলাকার রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। কিন্তু পুলিশের সামনেই তাদের দাবিতে সোচ্চার থাকেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের বক্তব্য,  ১৫ নম্বর ওয়ার্ডের চলাচলের একটিমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। এক কিলোমিটার রাস্তায় সামান্য বৃষ্টিতেই জলকাদায় ভরে যাচ্ছে । বিভিন্ন এলাকায় কংক্রিটের রাস্তা তৈরি হলেও এই রাস্তাটি কাঁচা অবস্থায় পড়ে রয়েছে । এব্যাপারে বহুবার পুরাতন মালদা পুরসভা  অভিযোগ জানিয়ে লাভ হয় নি। তাই বাধ্য রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধের সামিল হতে হয়েছে।
১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান চন্দনা হালদার জানিয়েছেন,  এলাকার মানুষের দাবী দাওয়ার বিষয়টি শুনেছি। ওই এলাকায় কাঁচা মাটির রাস্তাটির বেহাল দশা। ওই রাস্তার দ্রুত সংস্কারের  উদ্যোগ নেওয়া হচ্ছে।  বিক্ষোভকারীরা যাতে অবরোধ তুলে নেই সে ব্যাপারে তাদের জানানো হয়েছে।