বিনোদন

প্রকাশ্যে এল ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’-র ফার্স্ট মোশন পোস্টার

সঞ্জয় লীলা বনশালীর ছবি মানেই দর্শক মনে উৎসাহ থাকবেই। সঞ্জয়ের আগামী ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ নিয়েও তেমনই কৌতুহল রয়েছে দর্শকের মধ্যে। ভক্তদের সেই উৎসাহ এবং কৌতুহল আরও একটু উস্কে দিলেন আলিয়া ভাট। এই ছবিতে গাঙ্গুবাঈ-এর ভূমিকায় আলিয়ার অভিনয় করার কথা আগেই জানা গিয়েছিল। ৬০-এর দশকের কামাথিপুরা যৌনপল্লীর প্রভাবশালী ‘ম্যাডাম’-এর ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে। তবে সেই চরিত্রে কেমন দেখতে লাগছে তাঁকে তা এখনও প্রকাশ্যে আসেনি। তার আগেই ছবির প্রথম অফিশিয়াল মোশন পোস্টার প্রকাশ্যে আনলেন আলিয়া। সোশ্যাল মিডিয়ায় মোশন পোস্টার শেয়ার করে জানালেন আরও এক সুখবর। বুধবারই মুক্তি পাবে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’-র ফার্স্ট লুক। গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়িকে অনেকেই ‘মুম্বই মাফিয়া কুইন’ নামে চেনেন। আর এরকম ছবির জন্য যে পোক্ত হোমওয়ার্ক দরকার, তা বোধহয় আর আলাদা করে বলার দরকার নেই! অতঃপর  আলিয়া ভাটও অনেকদিন আগেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন মুম্বইয়ের যৌনপল্লি কামাথিপুরার ডাকসাইটে মহিলা গাঙ্গুবাঈয়ের চরিত্রকে আত্মস্থ করতে। মন দিয়ে শিখছেন যৌনকর্মীর শরীরী ভাষা। উল্লেখ্য, গাঙ্গুবাঈয়ের চরিত্রের জন্য আলিয়াকে আলাদা করে কাঠিয়াওয়াড়ি ভাষাও শিখতে হয়েছে। এই ছবির জন্যে বডি ল্যাঙ্গোয়েজ পালটানোর পাশাপাশি বেশ কিছু গালাগালিও শিখতে হয়েছে আলিয়াকে। চরিত্রের চাহিদাকে মাথায় রেখেই আলিয়ার পোশাক বা মেকআপে থাকছে না কোনও বাহুল্য। এমনকি দ্বিতীয়বার ডাবিং-এর সুযোগও দেওয়া হবে না তাঁকে। শ্যুটিংয়ের সময় বলা সংলাপই থাকবে ছবিতে। সঞ্জয় লীলার সঙ্গে আলিয়ার এই ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকেও। ডিসেম্বরেই গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ির জীবনকাহিনি অবলম্বনে ছবির শুটিং শুরু করে দিয়েছেন বনশালি। প্রসঙ্গত, হুসেইন জাইদির লেখা ‘মুম্বই মাফিয়া কুইন’ বই অবলম্বনেই সঞ্জয়লীলা বনশালি তৈরি করছেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। ২০২০ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।

https://www.instagram.com/p/B7SllwiFZdc/?utm_source=ig_web_copy_link