দেশ

প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

দিল্লির রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করে ৭১তম প্রজাতন্ত্র দিবসের সূচনা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তারপর নিয়মমতো ২১টি গান স্যালুটের অভিবাদন গ্রহণ করেন। তাঁকে গান স্যালুট দেয় সেনাবাহিনীর ২২৩৩ ফিল্ড ব্যাটারি শাখা। এদিনের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাজিলের প্রেইডেন্ট জাইর বলসোনারো। উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, অমিত শাহ, সহ বিশিষ্টজনেরা। পতাকা উত্তোলনের পর দেশের বীরদের পদক পরিয়ে সম্মান জানান রাষ্ট্রপতি। তারপর প্যারাডে অভিবাদন গ্রহণ করেন। প্যারাডে অংশ নিয়েছে শিখ লাইট ইনফ্যান্ট্রি, ২৬৯ মিডিয়াম রেজিমেন্ট, ৮৬ আর্মার্ড রেজিমেন্ট সহ সেনাবাহিনীর বিভিন্ন শাখা।