
সোশ্যাল মিডিয়ায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা দিতে দেখা গেলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিন একটি টুইট বার্তায় তিনি লেখেন, “সবাইকে প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। জয় হিন্দ”। রবিবার সকালে দেশের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার অধিকাংশ সদস্যরাই। এই অনুষ্ঠান পর্বের আগে আগে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজপথে চলে কুচকাওয়াজ পর্ব।



