দেশ

‘প্রতিবাদের নামে হিংসা দেশকে দুর্বল করে’, সিএএ প্রসঙ্গে বললেন রাষ্ট্রপতি

প্রতিবাদের নামে যে কোনও ধরনের হিংসা সমাজ ও দেশকে দুর্বল করে ৷ আজ বাজেট অধিবেশনের শুরুতে সংসদে যৌথ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে একথা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ অধিবেশন সূচনা করার ভাষণে সরকারের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত অধিবেশনে সংসদে পাশ হওয়া সিএএ নিয়ে এদিন বলতে গিয়ে রাষ্ট্রপতি কোবিন্দ বলেন, ‘সংসদের উভয় কক্ষে নাগরিকত্ব সংশোধন আইনটি পাশ হওয়ায় আমি খুশি।’ পাশাপাশি এই আইন বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিবাদের নামে কোনও ধরণের সহিংসতা সমাজ ও দেশকে দুর্বল করে দেয়।’ রাষ্ট্রপতি এও বলেন, ‘সংসদের উভয় কক্ষে নাগরিকত্ব সংশোধন আইনটি পাশ হওয়ায় আমি খুশি। এই নীপিড়িত মানুষগুলিকে ভারতে আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন মহাত্মা গান্ধী। আমি খুশি যে, আইনটি কার্যকর করার মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ইচ্ছা পূরণ হয়েছে।’

https://www.pscp.tv/w/1YpKkQOregmJj