কলকাতা

প্রেস ক্লাবের কার্যকরী সমিতির নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখলেন স্নেহাশিস-কিংশুক জুটি

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ প্রত্যাশিতভাবে প্রেসক্লাবের কার্যকরী সমিতির সাধারণ নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত হলেন কিংশুক প্রামানিক। উল্লেখ্য সভাপতি নির্বাচনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায়গ্য নির্বাচিত হয়েছেন দুরদর্শনের স্নেহাশিস সুর। বিভিন্ন আঙিকে এবারের প্রেসক্লাবের নির্বাচন ছিল আক্ষরিক অর্থে রঙিন। এর আগে কস্মিনকালেও প্রেসক্লাবের নির্বাচনে এত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায় নি। এবারে সম্পাদক পদে প্রার্থী ছিলেন দুজন। প্রতিদিনের কিংশুক প্রামানিক এবং বিজনেস এন্ড পলিটিকাল

ডিলিংস এর চার্লস নন্দী, সহ সভাপতি পদে প্রার্থী ছিলেন ছজন, সহ সম্পাদক পদে প্রার্থী ছিলেন তিনজন,ট্রেজারার পদে ছিলেন চারজন এছাড়াও এক্সিকিউটিভ পদে প্রার্থী ছিলেন ১৭ জন। সকাল ১১টায় ভোট শুরু হয় এবং শেষ হয় বিকাল ৫টায়। এর পর হয় বার্ষিক সাধারণ সভা। সন্ধ্যায় শুরু হয় গননা এবং শেষ হয় প্রায় ১০টায়। মোট প্রায় ৭০০ ভোটের মধ্যে ভোট পড়ে ৫১৫টি। আশাকরা যায় ৭৫ বছরের প্রেসক্লাবে নতুন কমিটি আবার নতুন উদ্যমে গঠনমূলক কাজে এগিয়ে আসবে।

একনজরে দেখে নেওয়া যাক, প্রেস ক্লাবের কার্যকরী সমিতির নির্বাচনের ফলাফল –

সভাপতি (১টি পদ)
স্নেহাশিস সুর (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী)

সহ সভাপতি (২টি পদ)
১)পিয়ালী আচার্য (২১৬ভোট)
২)মৃনাল সরকার (২১৬ভোট)

সম্পাদক (১টি পদ)
কিংশুক প্রামাণিক (৩১১ভোট )

সহ সম্পাদক (১পদ)
নিতাই মালাকার (২৫০ভোট)

কোষাধ্যক্ষ (১টি পদ)
অরিজিৎ দত্ত (২২৮ভোট)

এক্সিকিউটিভ সদস্য (৯টি পদ)

১)অংশু চক্রবর্তী (৩৪৫ভোট)
২)অনিন্দিতা সিনহা (২৭০ভোট)
৩)পীযুষ ব্যানার্জি (২৭০ভোট)
৪)রাজাময় মুখার্জি (২৪২ ভোট)
৫)হিরক কর (২৩৬ভোট)
৬) শুভায়ন বন্দোপাধ্যায় (২৩৫ভোট)
৭)সুমন গাঙ্গুলী (২১৯ভোট)
৮)দেবাশীষ সেনগুপ্ত (২১৪ ভোট)
৯)সঞ্জু সুর (১৮৬ভোট)