বিনোদন

প্রয়াত ‘ক্যাবারে কুইন’ মিস শেফালি

প্রয়াত সাতের দশকের ক্যাবারে সেনসেশন আরতি দাস। যিনি সকলের কাছে ‘মিস শেফালি’ নামে পরিচিত। আজ সকাল ৬টা নাগাদ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন আরতিদেবী। কিডনির সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগেই হাসাপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। বিভিন্ন নাটক ও ছবিতে অভিনয় করেছেন তিনি। মিস শেফালি অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের ‘‌প্রতিদ্বন্দ্বী’‌ (১৯৭০) এবং ‘‌সীমাবদ্ধ’‌ (১৯৭১) ছবিতে। ‘বহ্নিশিখা’ (১৯৭৬), ‘পেন্নাম কলকাতা’ (১৯৯২)-র মতো ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। সময়টা ষাটের দশক, কলকাতা কাঁপাতেন ‘কুইন অফ ক্যাবারে’ অর্থাত্ মিস শেফালি। মঞ্চ থেকে সিনেমার পর্দা ক্যাবারের জগতের একচ্ছত্র অধিষ্ঠাত্রী। বাংলার সেই অস্তমিত তারকাকে নিয়েই ওয়েব সিরিজ বানাতে চলেছেন কঙ্কনা সেন শর্মা।