বিদেশ

ফিলিপিন্সে বিধ্বংসী টাইফুনের বলি ১৬

ফিলিপিন্সঃ ক্রিসমাসের আনন্দ মাটি করল বিধ্বংসী টাইফুন। টাইফুনে ১৬ জনের মৃত্যু হয়েছে ফিলিপিন্সে। ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে ফিলিপিন্সের উপকূলে আছড়ে পড়ে টাইফুন ফ্যানফোনে। পর্যটন কেন্দ্র সহ প্রত্যন্ত গ্রামেও প্রভাব পড়েছে এই বিধ্বংসী টাইফুনের। উড়িয়ে নিয়ে গিয়েছে একাধিক বাড়ির ছাদ। ইলেকট্রিকের পোল উপরে পড়ে বিদ্যুত্‍বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। ইন্টারনেট এবং মোবাইল পরিষেবাও বিচ্ছিন্ন হয়ে রয়েছে একাধিক জায়গায়। ক্রিসমাসের ছুটি কাটাতে আসা কোনও পর্যটকের তেমন ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। ফিলিপিন্সের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল পর্যটকদের। বিমান পরিষেবা একেবারে বন্ধ হয়ে গিয়েছে।