কলকাতা

ফের আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো চলাচল

কলকাতাঃ অফিস টাইমের আগে ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়। রবীন্দ্রসদন স্টেশনে এক অজ্ঞাত পরিচয় মেট্রোয় ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। তিনি জীবিত না মৃত তা প্রথমে জানা যায়নি। জানা যায়নি, ওই ব্যক্তি পুরুষ না মহিলা। মেট্রোর লাইনের সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জানা গিয়েছে , আপাতত দেহ উদ্ধার করা হয়েছে। নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। স্বাভাবিকভাবেই অফিস টাইম শুরু হওয়ার আগে মেট্রো চলাচল স্তব্ধ হয়। প্রায় আধ ঘণ্টার বেশি সময় মেট্রো বন্ধ ছিল। নিত্য যাত্রীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছেন।মেট্রো সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ এই মেট্রোর লাইনে ঝাঁপ দেয় ওই অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি। মেট্রোটি গড়িয়ার দিকে যাচ্ছিল। সেই মেট্রোটি যেমন থামিয়ে দেওয়া হয়েছে, তেমনই পরের মেট্রোগুলি চলাচলেও সমস্যা দেখা দেবে। কারণ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। নোয়াপাড়াগামী মেট্রো পুরোপুরি যেতে পারবে না। ওই লাইনের মেট্রো গিরিশ পার্ক পর্যন্ত চালানোর চেষ্টা করা হচ্ছে। অপরদিকে নিউগড়িয়াগামী মেট্রো টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন পর্যন্ত চালাতে বলা হয়েছে। সেখান থেকে যাত্রীদের অন্য পথ বেছে নিতেই হবে। আপাতত মেট্রো স্বাভাবিক হয়েছে। কিন্তু আধ ঘণ্টা মেট্রো  পরিষেবা বন্ধ থাকায় প্রত্যেকটি স্টেশনেই প্রচুর যাত্রীদের ভিড় জমেছে বলে খবর।