ফের কলকাতা মেট্রো রেলে আগুন। আজ বিকেল ৪টে ২০ নাগাদ নেতাজি ভবন স্টেশন ছাড়ার পরেই দমদমগামী মেট্রো স্টেশনে আগুন লাগে। এই আগুন লাগার ঘটনা পরেই রবীন্দ্র সদন স্টেশনে থামিয়ে দেওয়া হয় মেট্রো। তত্ক্ষণাত্ খালি করে দেওয়া হয় ট্রেনটি। আগুনের জেরে আতঙ্ক ছড়ায় মেট্রো যাত্রীদের মধ্যে। ঘটনার জেরে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত ডাউন ও আপ লাইনে ট্রেন চলাচল ব্যহত হয়। যদিও কোনও ট্রেন বন্ধ করতে হয়নি। এসি রেকটি সরিয়ে নিয়ে নোয়াপাড়া কারশেডে নিয়ে যাওয়া হয়। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার এক্সটেনগুইসার দিয়ে আগুন নেভানো হয়। তবে রেকটি সরিয়ে নিয়ে যেতে যে সময় লাগে, তার বেশি সময় ধরে ট্রেন বন্ধ করা হয়নি বলে দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু একটি স্টেশনে যাত্রীদের নামিয়ে দেওয়ার ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষের দাবি, কিছুক্ষণের মধ্যেই মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে যায়।
ফাইল চিত্র।