দেশ

ফের গুজরাতের সুরাতে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ

গুজরাতঃ ফের গুজরাতের সুরাতে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ। লকডাউনে দিনের পর দিন আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা এদিন বাড়ি ফেরার দাবিতে বিক্ষোভ দেখান বলে দাবি পুলিশের। বিক্ষোভকারীরা একটি অফিস ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বলেও অভিযোগ। পুলিশ জানিয়েছে, ওই শ্রমিকরা সুরাতের খাজোড় এলাকায় একটি নির্মিয়মাণ কমপ্লেক্সে কাজ করতেন। লকডাউনের জন্য কাজ বন্ধ থাকায় সেখানেই রয়েছেন তাঁরা। শ্রমিকদের অভিযোগ, এদিন তাঁরা দেখেন একদল নতুন শ্রমিক সেখানে কাজের জন্য এসেছে। নতুন করে ওই কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করতেই গুজরাতের অন্য প্রান্ত থেকে ওই শ্রমিকদের আনা হয় বলে অভিযোগ। ওই নির্মাণ সংস্থার পক্ষে শ্রমিকদের জানানো হয়, নতুন করে নির্মাণ কাজ শুরু করার জন্য নাকি জেলা প্রশাসন অনুমতি দিয়েছে। সুরাত পুলিশের ডেপুটি কমিশনার বিধি চৌধুরি জানিয়েছেন, ‘বাইরে থেকে আসা শ্রমিকদের দেখেই ওখানে থাকা শ্রমিকরা ক্ষেপে ওঠেন। প্রথমত তাঁরা বলেন যে, বাইরে থেকে আসা শ্রমিকরা করোনাভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারেন। দ্বিতীয় দাবি ছিল, বাইরে থেকে যদি নতুন শ্রমিক আনা যায় তবে তাঁরা কেন বাড়ি ফিরতে পারবেন না।’ পুলিশের বক্তব্য, এই দুই দাবিতেই শুরু হয় বিক্ষোভ। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা নির্মাণ সংস্থার অফিস ও সেখানে থাকা কিছু গাড়ির উপরে ভাঙচুর চালায়। ইতিমধ্যেই এই বিক্ষোভের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।